নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: বৃহস্পতিবার ২৮,মার্চ :: বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে ঘিরে বিক্ষোভ। বিক্ষোভ তৃণমূলের কর্মী সমর্থকদের। বুধবার সকালে গয়েশপুর ১৪ নম্বর ওয়ার্ডের একটি কলাবাগানে কাজ করতে গিয়ে বোমার আঘাতে আহত হন এক ব্যক্তি। তাকে গুরুতর জখম অবস্থায় কল্যাণী জে এন এম হাসপাতলে ভর্তি করা হয়।
এরপর সন্ধ্যায় আনন্দপল্লী মাঠ থেকে এই ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল বের করার সিদ্ধান্ত নেয় বিজেপির নেতৃত্বরা। এই প্রতিবাদ মিছিলে যোগ দিতে আসেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর।। তিনি আসতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলে কর্মী সমর্থক,নেতারা। দু’ পক্ষের মধ্যে শুরু হয় চরম উত্তেজনা।
পরিস্থিতি বেসামাল হতেই উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। শান্তনু ঠাকুর জানান বোমার আঘাতে আহত ওই ব্যক্তি বিজেপি কর্মী। তৃণমূলের মদতে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যদিও গয়েশপুর পুরসভার পুরপ্রধান সুকান্ত চট্টোপাধ্যায় এই অভিযোগ অস্বীকার করেছে।