টিম ডেভিডের লড়াকু ইনিংস কাজে এলো না ৩১ রানে সানরাইজের কাছে হার মুম্বাই ইন্ডিয়ান্সের

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক   :: বৃহস্পতিবার ২৮,মার্চ :: জিততে হলে করতে হবে ২৭৮ রান। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান করার রেকর্ড সানরাইজ হায়দ্রাবাদের। এত বড় রান ! মুম্বাই ইন্ডিয়ান্স এর কি এত বড় টার্গেট অ্যাচিভ করা সম্ভব হবে এই প্রশ্নের ঘুরপাক খাচ্ছিল সকলের মনে।

তবে ম্যাচটি জিততে না পারলেও সকলের মনে ছাপ রেখে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড়রা। স্টাটার টা দুর্দান্ত করে এদিন মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার ১২ বলে ২৬ সালের বিধ্বংসী ইনিংসটা লোকে মনে রাখবে। তাকে যোগ্য সঙ্গত দেন ঈশান কিষান ১৩ বলে ৩৪। তিলক বর্মা একটি অসাধারণ ইনিংস খেলেন ৩৪ বলে ৬৪ রান।

মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া কুড়ি বলে চব্বিশ রানের ইনিংস খেলেন। তবে সব থেকে উল্লেখযোগ্য টিম ডেভিড, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নেমে অসাধারণ একটি ইনিংস খেলেন। ২২ বলে ৪২ রানের কার্যকরি ইনিংস টি মুম্বাই ইন্ডিয়ান্স কে অনেকটাই এগিয়ে নিয়ে যায়। রোমারিও শেপার্ড করেন ছয় বলে ১৫ রান। তবে এত করার পরও শেষ রক্ষা হলো না ৩১ রানে সানরাইজ হায়দ্রাবাদের কাছে ম্যাচটি হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্স।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =