উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বর্ধমান পৌরসভার খোয়া যাওয়া চারটি রোড রোলারের খোঁজ পেলো বর্ধমান পৌরসভার ২৪ নং ওয়ার্ডের কাঞ্চন নগর এলাকার একটি ফাঁকা মাঠে।তবে কে বা কারা এই চারটি রোড রোলার এই জায়গায় রেখে গেছে সে বিষয়ে তদন্ত কমিটি গঠনের জন্য নবান্নে জানানো হয়েছে বলে জানান পৌর প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়।প্রয়োজনে পুলিশের দারস্ত হবে পৌর কতৃপক্ষ।চলতি বছরের অগাস্ট মাস থেকে নতুন পুরোবোর্ড দায়িত্ব নেওয়ার পরেই বিভিন্ন রাস্তা মেরামতের কাজ শুরু করতে চলেছে বর্ধমান পুরসভা। কাজে নেমে, পুরসভার নিজস্ব রোড রোলার ওমিকচার মেশিন গুলোর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পৌর প্রশাসকের। দীর্ঘদিন পুর বোর্ড না থাকায় রোড রোলার ও রোড মিকচার মেশিন গুলো কোথায় রয়েছে সেই বিষয়ে সঠিকভাবে খোঁজ পাচ্ছেনা পৌর কতৃপক্ষ। রোড রোলার ও মিকচার মেশিনের খোঁজে পুরসভা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে বলেই খবর।