নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধনেখালি :: রবিবার ৩১,মার্চ :: এবার ধনেখালিতে পড়ল পোষ্টার।বিজেপি নেতা অজয় কৈরী এবং নির্মল পালের বিরুদ্ধে ধনেখালি ব্লকের বেলমুড়ির আকিলপুর,ধনেখালির বামুন পাড়া,গুড়বাড়ির বেলগাছিয়া সহ একাধিক জায়গায় পড়েছে পোষ্টার।পোষ্টারে তাদের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে সেটিং থাকার অভিযোগ তোলা হয়েছে।
যদিও কে বা কারা এই পোষ্টার লাগিয়েছে তা এখনও স্পষ্ট নয়।এ বিষয়ে ধনেখালির বিজেপি নেতা অজয় কৈরীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমি ছাত্র জীবন থেকে বিরোধী দলের ভূমিকা নিয়ে আছি। আমি যদি চিটিংবাজ হই তাহলে ৪০/৪২ বছর ধরে আমি এভাবে টিকে থাকতে পারি না।
এটা ধনেখালির মানুষ বিচার করবে।কে কোথা থেকে কি লিখে দিল আমার কি দরকার।আমি এটা নিয়ে ভাবি না তো। আমি বরাবরই প্রতিষ্ঠান বিরোধী একটা মুভমেন্টে থাকি।এটা একটা চক্রান্ত। চিটিংবাজ,চোর কেউ হলে নির্বাচনের মুখে হয় ?
আমার ভূমিকা সম্পর্কে আমি নিশ্চিত।ধনেখালির মানুষকে আমি সে প্রমাণ দিয়েছি। আগামী দিনেও দেব।আপ্রাণ চেষ্টা করছি লকেট চ্যাটার্জিকে জেতানোর জন্য।” এ প্রসঙ্গে ধনেখালি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন ঘোষ বলেন, “এটা বিজেপির দলীয় কোন্দলের বহিঃপ্রকাশ।বিজেপির আভ্যন্তরিণ ব্যাপার।” লোকসভা ভোটের মুখে ধনেখালিতে বিজেপি নেতাদের বিরুদ্ধে এই পোষ্টার ঘিরে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।