ভয়ংকর ঝড়ের তাণ্ডবে সবকিছু উলটপালট পাশাপাশি দুটি শহর জলপাইগুড়ি ও ময়নাগুড়ি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: সোমবার ০১,এপ্রিল :: ভোরের আলো দেখে কেউ কল্পনাও করে উঠতে পারেনি, বিকেল এতটা ভয়াবহ হতে পারে। ভয়ংকর ঝড়ের তাণ্ডবে সবকিছু উলটপালট পাশাপাশি দুটি শহর জলপাইগুড়ি ও ময়নাগুড়ি। প্রচুর ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তায় গাছ পড়ে গেছে।

আহত হয়েছেন অনেকেই। ঝড়ের কবলে পড়ে মৃত্যু অন্তত চারজনের, চারিদিকে বুকফাটা কান্না। থমথমে পরিস্থিতি, মুখ্যমন্ত্রী নিজেও গতকাল রাতে পৌঁছে যান। জলপাইগুড়িতে আহতদের সাথে সাক্ষাৎ করেন পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

ঝড়ের তান্ডব লীলায় প্রচুর মানুষ সর্বহারা হয়ে গিয়েছে। অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ময়নাগুড়ির বার্নিশ এলাকায় এই ঝড়ের কবলে পড়ে এক শিশুর কন্যা। বর্তমানে সেই শিশু কন্যাটি ভর্তি রয়েছে শিলিগুড়ির ডক্টর মলয় হাসপাতালে।

ঘটনার বিবরণ বলতে বলতে ক্রমশই কেঁদে ফেলছেন শিশুটির বাবা-মা, ঝড়ে সব কিছু কেড়ে নিয়েছে। কি করে চিকিৎসা করবেন দিশা হারা পরিস্থিতি তাদের। এই ডক্টর মলয় হাসপাতালে দুজন আহত ভর্তি রয়েছেন, এদিন বিকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় আহতদের দেখতে আসবেন এই বিষয়ে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + seven =