নিজের খাস তালুকে সুকান্তকে ঝেটিয়ে বিদায় করার ডাক মহিলাদের। পোস্টার ঝুলল গ্রামে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::  বালুরঘাট :: সোমবার ০১,এপ্রিল ::  নিজের খাস তালুকে সুকান্তকে ঝেটিয়ে বিদায় করার ডাক মহিলাদের। পোস্টার ঝুলল গ্রামে। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা বালুরঘাটের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের চকমাধব গ্রামে।
জানা গেছে, অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামারপাড়া থেকে কুতুবপুর পর্যন্ত প্রায় দুকিলোমিটার বেহাল রাস্তা রয়েছে। যার জেরে শুধুমাত্র বর্ষাকালই নয়, সারা বছরই চরম দুর্ভোগে পড়েন কুতুবপুর ও চকমাধব গ্রামের প্রায় তিন হাজার গ্রামবাসী।
রাস্তা নিয়ে নরকযন্ত্রণা এক বছর বা দুবছরের নয়, বেহাল রাস্তার প্রতিবাদে ২০১৬ সালে ভোট বয়কট করেছিলেন ওই গ্রামের বাসিন্দারা। এরপর ২০১৮ এর পঞ্চায়েত নির্বাচনও বয়কট করেছিলেন গ্রামবাসীরা। তাদের দাবি একটাই, আগে রাস্তা পরে ভোট। এনিয়ে গ্রামবাসীদের ভোট বয়কটের সিদ্ধান্ত ২০১৯ এর লোকসভা নির্বাচনেও অনড় ছিল।
সেবছর রাস্তা কেটে দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতেও বাধা দিয়েছিল ওই গ্রামের বাসিন্দারা। কিন্তু সেসময় ওই এলাকায় গিয়ে গ্রামবাসীদের আশ্বস্থ করেছিলেন সুকান্ত। গ্রামবাসীদের দাবি সুকান্ত বাবু তাদের বলেছিলেন, তাকে ভোট দিয়ে জেতালে সাংসদ তহবিলের প্রথম বরাদ্দকৃত অর্থ দিয়ে ওই গ্রামের রাস্তা করবেন তিনি।
এরপর সাংসদও হয়েছেন সুকান্তবাবু, কেটে গেছে পাচটি বছরও। কিন্তু সাংসদের টিকি আজও দেখতে পাননি গ্রামের লোকেরা। কিন্তু গ্রামবাসীদের দাবি মেনে ওই এলাকায় এন আর জিএস প্রকল্পের মাধ্যমে প্রায় এক কিলোমিটার রাস্তা তৈরির উদ্যোগ নিয়েছিল ব্লক প্রশাসন। কিন্তু এম জি এন আর জিএস প্রকল্পের টাকা আটকে যাওয়ায় সেই রাস্তার কাজও বন্ধ হয়ে গেছে। আর এতেই ক্ষোভে ফুসে উঠেছেন গ্রামের পুরুষ-মহিলারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =