বিনা চুক্তিতেই কাজ করানোর অভিযোগ – উৎপাদন বন্ধ করে বিক্ষোভে তৃণমূল শ্রমিক সংগঠন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ৬,এপ্রিল :: বিনা চুক্তিতেই কাজ করানোর অভিযোগ। উৎপাদন বন্ধ করে বিক্ষোভে তৃণমূল শ্রমিক সংগঠন। আন্দোলনের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে জ্বালানি গ্যাসের সংকটের আশঙ্কা।

দুর্গাপুরের লেলিন সরণীর রাষ্ট্রায়াত্ত ইন্ডিয়ান অয়েল বটলিং প্লান্টের এলপিজি গ্যাস উৎপাদনের কাজে ৯৩ জন স্থায়ী শ্রমিক রয়েছে। ২০২০ সালে চুক্তি হওয়া শ্রমিকদের মেয়াদ শেষ হয় ২০২৩ সালের ১৫ আগস্ট। তারপর থেকে নতুন করে আর চুক্তি হয়নি। ফলে বেতন তো বাড়ছেই না পুরনো বেতনও দেওয়া হচ্ছে না ঠিকঠাক। একাধিক সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন তাঁরা।

একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে এবং তৃণমূল শ্রমিক সংগঠনকেও বিষয়টি জানানো হলেও কোন সুরাহা মিলছে না। দ্রুত নতুন করে চুক্তি করে বেতন বাড়াতে হবে, সঠিক সুযোগ-সুবিধা দিতে হবে। এই দাবিতে গ্যাস উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভে নামেন তাঁরা। এই আন্দোলন দীর্ঘস্থায়ী হলে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে জ্বালানি গ্যাসের সংকটের আশঙ্কাও দেখা দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =