মৃতদেহ সামনে রেখে দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ:-

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামতাড়া (আসানসোল ) :: শনিবার ৬,এপ্রিল :: শুক্রবার সকালে মেহিজামে ধারালো অস্ত্রের কোপে যুবকের খুনের ঘটনায় চিত্তরঞ্জন-মিহিজাম সীমানায় মিহিজাম আসানসোল থেকে জামতোড়া যাওয়ার প্রধান মুখ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় মৃত যুবকের পরিবারের সদস্যরা।

একই সাথে সমস্ত গ্রামবাসি উঠে আসে বিক্ষোভে।এদিন সকাল থেকে তারা রাস্তা অবরোধ করে দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখায় ।পুলিশের কাজের গাফিলতির অভিযোগ তুলে হতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায়।

খুনের ঘটনার প্রায় ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার করা হয়নি দোষীদের।প্রায় চার ঘণ্টা রাস্তা আবরোধ থাকার পর জামতাড়া পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং লিখিত আশ্বাস দেওয়ার পর পথ অবরোধ উঠে যায় ।

প্রসঙ্গত শুক্রবার মিহিজাম কুর্মিপাড়ার এলাকার রামু খাটাল অঞ্চলে প্রেমকুমার পান্ডে নিজেদের বাড়ির কাছে পারস্পরিক কথাবার্তা বলছিলেন।সেই সময় হঠাৎই বাইকে চেপে দুই যুবক সেখানে পৌঁছান এবং পুরনো একটি বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।এর মধ্যেই বাইকের মধ্যে থাকা এক ব্যক্তি প্রেমকুমার পান্ডের শরীরে একটি ধারালো অস্ত্র চালিয়ে দেয় এবং সেই মুহূর্তেই তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

এর পরেই সঙ্গে থাকা বন্ধুরা আহত যুবককে নিয়ে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে।এরপরে প্রেম কুমারের পরিবারের লোকেরা যুবককে চিহ্নিত করে মিহিজাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে।তবে দোষীরা এখনও ধরা পড়েনি বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 16 =