দানিস আলী :: সংবাদ প্রবাহ :: হুগলি :: ঐতিহাসিক হুগলি ইমামবাড়ার পশ্চিম অংশ ভেঙে পড়ছে দীর্ঘদিন ধরে এরপর খবর পেয়ে পৌরপ্রশাসক ও প্রশাসক মন্ডলীর সদস্য, স্থানীয় কাউন্সিলার, পৌরসভার ইঞ্জিনিয়ার ও পূর্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে এলাকা এলাকা পরিদর্শনে এলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ।
বিধায়ক জানিয়েছেন যে ইমামবাড়ী টি ভারত ও সারাবাংলার একটা ঐতিহাসিক স্থান। এর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব থাকে ইমামবাড়ী হেরিটেজ কমিটির সদস্যদের উপর কিন্তু যেভাবে এই ইমামবাড়ীটির পশ্চিম অংশ ভেঙে পড়ছে তাতে যত তাড়াতাড়ি সম্ভব এই ইমাম বাড়িটিকে পুনর্নির্মাণ করা হবে এবং দর্শনার্থীদের যাতে কোন অসুবিধা না হয় সেদিকে নজর রাখা হবে। এরপর তিনি হুগলি জেলা শাসক ও এক্সিকিউটিভ অফিসারদের ডেকে নিয়ে এসে সমাধান করার উদ্যোগ নিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার