হাওড়ার শরৎ সদনে দলীয় কর্মী সভাতে এসে রাজ্যের শিল্প মন্ত্রী শশী পাঁজা স্পষ্ট ভাষাতে দাবি করেন ভূপতিনগরে এনআইএর উপর কোনো হামলা চালানোর ঘটনা ঘটেনি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: সোমবার ৮,এপ্রিল :: হাওড়ার শরৎ সদনে দলীয় কর্মী সভাতে এসে রাজ্যের শিল্প মন্ত্রী শশী পাঁজা স্পষ্ট ভাষাতে দাবি করেন ভূপতিনগরে এনআইএর উপর কোনো হামলা চালানোর ঘটনা ঘটেনি । শুধু তাই নয় মন্ত্রীর পালটা দাবি এনআইএ রাতের অন্ধকারে গেছে, বাড়ির মহিলারা বুঝতে পারেননি তারা এনআইএ না চোর, এমনটাই বলেন মন্ত্রী শশী পাঁজা।

আরও দাবি করে বলেন, ‘ মহিলারা নিজেরাই বলছেন আমরা চিৎকার, চেঁচামেচি করেছি কিন্তু আধিকারিকদের স্পর্শ করেননি। আর সংবাদমাধ্যমের খবরও বলছে অধিকারিকরা একটু আহত হয়েছেন, যেন জোর করে তাদের আহত করার খবর করা হয়েছে।

এটাই সত্যি কোনো আধিকারিক ওইদিন আহত হয় নি।’ পাশাপাশি মন্ত্রীর আরও দাবি রাত দুপুরে কেন, দিনের আলোতে কেন এলো না এনআইএ। এর পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে বাড়ির মহিলারা বুঝতে পারছে বলেই মন্ত্রীর দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − four =