নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খেজুরি :: মঙ্গলবার ৯,এপ্রিল :: খেজুরির চকঅরকবাড়ি এলাকায় কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে একটি সভা হয়েছিল এবং দলের ফ্ল্যাগ ফেস্টুন বিতরণ করা হয়েছিল। তৃণমূল কর্মী গোরাচাঁদ দাস সেই সভায় গিয়েছিলেন। তিনি বুথের জন্য সেই ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে আসেন।
রাতে এই তৃণমূল কর্মীর পানের বরজে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই বরোজ ভস্মীভূত হয়ে গেছে। এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে তৃণমূল কংগ্রেস। খেজুরি ২ ব্লক তৃণমূল সভাপতি সমুদ্ভব দাস সহ অন্যান্য তৃণমূল কর্মীরা, গোরাচাঁদবাবুর বাড়িতে যান। সেই ক্ষতিগ্রস্ত পানের বরজ পরিদর্শন করেন। দলের পক্ষ থেকে এই তৃণমূল কর্মীর পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
নন্দীগ্রামের ভেকুটিয়াতেও বিজেপির বুথ সভাপতি তপন মাইতির পানের বরজ ও খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বিজেপির অভিযোগের আঙ্গুল তৃণমূল কংগ্রেসের দিকে। খেজুরি এবং নন্দীগ্রাম দুটি ঘটনাতেই তদন্তে নেমেছে পুলিশ। কিন্তু লোকসভা নির্বাচনের মুখে দুটি জায়গাতেই এই আগুনের রাজনীতিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।