নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কেশপুর :: বুধবার ১০,এপ্রিল :: যে জলের অপর নাম জীবন, সেই জলই যদি মানুষ না খেতে পায়, তাহলে কিভাবে জীবন যাপন করবেন। গ্রামে রয়েছে একটি নলকূপ। তাও আবার দীর্ঘ বেশ কয়েক মাস ধরে খারাপ অবস্থায় পড়ে রয়েছে। বারবার পঞ্চায়েতে জানিয়ে কোন লাভ হয়নি।
কয়েকদিন আগেই আবারো একবার পঞ্চায়েতের দ্বারস্থ হলে, কার্যত ঘাড় ধাক্কা দিয়ে গ্রামবাসীদের বের করে দেয় বলে অভিযোগ পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে। তাই একপ্রকার বাধ্য হয়েই গ্রামের মানুষজন নদী থেকে জল এনে খেয়ে জীবন যাপন করছেন।
হাড়-হিম করা এই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের ১৫ নম্বর এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের কাপাসটিকরি গ্রামে। গ্রামবাসীরা নলকূপের সামনে কার্যত বিক্ষোভ দেখাতে থাকে। তাদের অভিযোগ তারা কি অপরাধ করেছেন যে জলটুকু খেতে পাবেন না।
গ্রামের এক গৃহবধূ সুষমা পড়িয়া জানান, দীর্ঘ পাঁচ মাস ধরে আমরা নদীর জল এনে খাচ্ছি। পঞ্চায়েতে দরখাস্ত নিয়ে জানাতে গিয়েছিলাম, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে উপপ্রধান। আমাদের ছেলে মেয়েরা খুব কষ্টে রয়েছে।
৭০ ঊর্ধ্ব পুষ্প প্রমাণিক বলেন সরকার কি আমাদের কাছে ভোট নেয়নি সরকার, যে আমাদেরকে জল খেতে দিচ্ছে না। আমরা যদি বড়লোক হতাম তাহলে তো নিজেরাই কল বানিয়ে নিতাম। সরকারের কাছে আবেদনপত্র জানাতে গেলে কেন আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে ।