নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শীতলকুচি :: বুধবার ১০,এপ্রিল :: গর্জে ওঠা কেন্দ্রীয় বাহিনীর অটোমেটিক রাইফেল সেই দিন প্রান কেড়ে নিয়েছিল চারজনের। ২০২১ সালের ১০ এপ্রিল। শীতলকুচি বিধানসভার অন্তর্গত ৫ এর ১২৬ নম্বর বুথ রক্তাক্ত হয়েছিল সাধারণ গ্রামবাসীদের রক্তে। এই বিভীষিকার আতঙ্ক আজও কাটিয়ে উঠতে পারেনি গোটা গ্রাম।
আজ চার বছর অতিক্রান্ত। সামনে আরো একটি নির্বাচন, এই বুথেও ভোট গ্রহণ হবে, আবারো কেন্দ্রীয় বাহিনী আসবে, কিন্তু মানুষের ভয় কি কাটবে? শীতলকুচি হত্যা কান্ডের চার বছর পূর্তি পালন করল তৃণমূল কংগ্রেস। ২০২১ সালে যিনি শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং যিনি বর্তমানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় তিনি নিজে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন চারজন বীর শহীদের।
মনিরুজ্জামান, হামিদুল মিয়া, ছামিউল হক এবং নুর আলম মিয়া। প্রতি নির্বাচনের মত সেই দিনও তারা ভোট দিতে গিয়েছিল তাদের নির্দিষ্ট বুথে, কিন্তু আর ফিরে আসেনি, তাদের নিথর দেহ ফিরে এসেছিল বাড়িতে। আর তাদের রক্তে লাল হয়ে উঠেছিল সেই ৫ এর ১২৬ নাম্বার বুথ।
যদিওবা লোকসভা নির্বাচনের নিরিখে এই বুথের নাম্বার পরিবর্তন হয়েছে। বর্তমানে এই বুথ ৫ এর১২৯ হিসেবে চিহ্নিত হয়েছে। কিন্তু স্মৃতি মুছে যায়নি। পার্থ প্রতিম রায় বলেন, আজ থেকে চার বছর আগে গর্জে ওঠা বন্দুক প্রাণ কেড়ে নিয়েছিল সহজ সরল গ্রামবাসীদের। যার স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছে গোটা গ্রাম। আজ শহীদ বেদীতে মাল্য দান করে এই শহীদদের প্রতি আরো একবার শ্রদ্ধা জানানো হলো।