নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি :: বুধবার ১০,এপ্রিল :: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে টর্নেডো ঝড় বিধ্বস্ত এলাকায় বুধবার ময়নাগুড়ি থানার পুলিশের তরফ থেকে এমার্জেন্সি ক্যাম্প করা হয়।
ঝড়ে যে সমস্ত মানুষদের আধার কার্ড, রেশন কার্ড সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে গিয়েছে তাদেরকে অতিরিক্ত সময় ও অর্থ খরচ করে যাতে থানায় গিয়ে মিসিং ডাইরি করতে না হয় সেজন্য ক্ষতিগ্রস্ত এলাকাতেই এমার্জেন্সি ক্যাম্প করা হয়েছে।
এদিন সকাল থেকে দেখা যায় ঝড় বিধ্বস্ত এলাকার মানুষেরা পুলিশের ক্যাম্পে এসে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যাওয়ার মিসিং ডাইরি করছেন। ঝড় বিধ্বস্ত বার্নিশ কালিবাড়ি, দক্ষিনপুটিমারি ও বড়কামাত এই তিনটি এলাকায় পুলিশ ক্যাম্প করা হয়েছে। সেখানে ঝড় বিধ্বস্তদের ডাইরি লেখার কাজেও পুলিশের তরফ থেকে সহযোগিতা করা হচ্ছে।
ক্যাম্প থেকেই ডায়রি নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে। পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ঝড় বিধ্বস্ত এলাকার বাসিন্দারা। এদিন ক্যাম্পগুলি পরিদর্শন করেন জলপাইগুড়ির ডিএসপি ক্রাইম রুদ্রনারায়ন সাউ, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা।