মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এলাকার বিভিন্ন ঈদগাহ ও মসজিদ গুলিতে পালিত হয়েছে ঈদল ফিতরের নামাজ।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ১১,এপ্রিল :: সারা বিশ্বের জুড়ে পালিত হচ্ছে ইদলফিতর। তাই মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এলাকার বিভিন্ন ঈদগাহ ও মসজিদ গুলিতে পালিত হয়েছে ঈদল ফিতরের নামাজ।সমগ্র বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় দীর্ঘ এক মাস ধরে রোজা পালন করেন।

রোজার আরেক নাম সিয়াম যার অর্থ সংযম। এককথায় রোজা হলো সংযম সাধনার মাস।প্রত্যেক ঈদগাহে সকাল সাতটা থেকে আটটার মধ্যে নামাজ সম্পন্ন হয়।হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত রহমতপুর গ্রামে ঈদগাহ ময়দানে হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষ নতুন পোশাক পরে নামাজ আদায় করেন।

নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করে।হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়।শেষে সম্প্রীতির বার্তা দেওয়া হয় ঈদগাহ কমিটির তরফে।শান্তিপূর্ণভাবে নামাজ সম্পূর্ণ হয়েছে চাঁচল মহকুমা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 4 =