নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: শুক্রবার ১২,এপ্রিল :: হোটেলের মধ্য থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। উত্তেজিত জনতার হোটেল ভাঙচুর। স্থানীয় সূত্রে খবর, হোটেলটি সম্পূর্ণ অবৈধ, আর সেই কারণে খুন হয়েছে যুবক।এই অভিযোগ তুলে হোটেল ভাঙচুর এবং জাতীয় সড়ক অবরোধ শুরু করে উত্তেজিত জনতা।
ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়া থানার সিংহাটি এলাকায়। জানা যায়, সিংহাটি এলাকায় দীর্ঘদিন ধরে একটি হোটেল রয়েছে। এলাকাবাসীর অভিযোগ ওই হোটেলে সব সময় অবৈধ কাজকর্ম চলে। বিভিন্ন নেশা জাতীয় জিনিসের কারবার সহ অবৈধভাবে মধুচক্রের আসর বসে ওই হোটেলটিতে।
হোটেলটি মূলত কোন প্রভাবশালী ব্যক্তির হওয়ায় প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না। এর আগেও একাধিক বেআইনি ঘটনা ঘটেছে ওই হোটেলে। এদিন সকালে ওই হোটেল থেকে যুবকের মৃতদেহ উদ্ধারের খবর স্থানীয়দের কানে পৌছালে তারা একে একে হোটেলের সামনে ভিড় জমাতে শুরু করে। এরপর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হোটেল ভাঙচুর করতে শুরু করে ।
দেহ আটকে রেখে শুরু হয় বিক্ষোভ। এরপর ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুবুলিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় পুলিশের। অবশেষে প্রশাসনের তদন্তের আশ্বাস পেলে অবরোধ তুলে নেয়।