নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার ১২,এপ্রিল :: উদ্দেশ্য, আসন্ন লোকসভা নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করা । শুক্রবার সকালে পশ্চিম বর্ধমান জেলার ডিএম বা জেলাশাসক এস পোন্নাবলম এবং আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল চৌধুরীর নেতৃত্বে একটি টিম আসানসোল দক্ষিণ থানা এলাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
নির্বাচন কমিশনের নির্দেশে যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটদানের প্রতি ভোটারদের মধ্যে আস্থা বাড়ানোর এই কর্মসূচিতে ডিএম ও সিপি ছাড়াও ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, আইপিএস, এসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্কর, আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু, ট্রাফিক ওসি চিন্ময় মন্ডলের পাশপাশি অন্যান্য পুলিশ অফিসার ও নির্বাচনী আধিকারিকরা ছিলেন।
তারা এলাকায় মানুষের মুখোমুখি হন এবং ভোটের দিন ভোট দেবার জন্য উৎসাহ প্রদান করেন। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর কমান্ড্যান্ট ও তার নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী।