নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: যাদবপুর :: রবিবার ১৪,এপ্রিল :: আজ ১লা বৈশাখ ১৪৩১। বাংলা নববর্ষের পয়লা দিন। বাংলা ক্যালেন্ডারের হিসেবে নতুন বছর শুরু হয় বৈশাখ মাস থেকে। এই দিনটি প্রতিটি বাঙালির কাছে এক আবেগ ও অনুভূতির দিন। উৎসবের দিন। যে উৎসব কোনও ধর্মের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমগ্র বাঙালি জাতির উৎসবে পরিনত হয়।
আজকের দিনে পশ্চিমবাংলা ও বাংলাদেশর মানুষ এদিন মঙ্গল শুভ যাত্রা করেন। আজকের দিনে শুরু হয় নতুন হালখাতার সঙ্গে মিষ্টি হাতে বাড়ি ফেরা – পয়লা বৈশাখের সেই ঐতিহ্য আজও বহমান। পাশাপাশি এদিন নতুন পোশাক পরে নববর্ষের ব্যানার নিয়ে নাচে গানে মানুষ মঙ্গল শোভাযাত্রা বের করেন। মেয়েরা শাড়ি ও ছেলেরা ধুতি-পাঞ্জাবি বা পাজামা-পাঞ্জাবিতে নিজদের ঐতিহ্য তুলে ধরেন।
আর সেই বাঙালিয়ানা ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরার। বাঙালির আবেগের সঙ্গে মিশে গিয়ে সকল মানুষকে শুভেচ্ছা জানতে সকাল থেকে নিজ কেন্দ্র যাদবপুর এলাকায় কর্মী সমর্থক দের নিয়ে বেরিয়ে পড়েছেন বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর অনির্বান গঙ্গোপাধ্যায়। প্রভাতফেরীর মধ্য দিয়ে শুরু হয়েছে এদিনের সকলের কর্মসূচি।
ডক্টর গঙ্গোপাধ্যায় জানান ” এই অনুষ্ঠানের সকলে মিলে বাংলা নববর্ষ কে বরণ করে নিলাম – সকলে আনন্দে থাকুন – সুস্থ থাকুন”। যদিও আজকের এই কর্মসূচি কোনো রাজনৈতিক উদ্দেশ্য কে সামনে রেখে নয়। বসন্তের শেষ লগ্নে ও রাজনীতির রঙ বর্জিত নব বৈশাখের বৈশাখী উষ্ণতায় সকল বাঙালির আবেগের সঙ্গে মিশে যেতে ডক্টর গঙ্গোপাধ্যায় এর আজকের এই অভিনব প্রয়াস।