নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: রবিবার ১৪,এপ্রিল :: এ যেন মুক্ত কেশে শাড়ি মেলা। শাড়ি দিয়েই পূজিতা হয়েছেন মা কালী । চিত্রটা উত্তর ২৪ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের খেজুরবেড়িয়া গ্রামের।বাঙালির বারো মাসে তেরো পার্বণ ।
তার মধ্যে চৈত্র শেষে চড়ক মেলায় বাদ যায়নি উপকূলবর্তী এলাকায় সুন্দরবনও।চড়ক মেলার পাশাপাশি খেজুরবেড়িয়া গ্রামের গৌড়েশ্বর নদীর তীরে বছরের পর বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহ্যবাহী হাজারী কালী মেলা।
এবছরে এই হাজারি কালী মেলা ১১৯ তম বর্ষে পদার্পণ করল।এই মেলার বিশেষত্ব হলো এখানে ১টি বা ২টি ঠাকুর পূজা হয় না । ১২৫ থেকে ১৩০ টি কালী প্রতিমা পূজিত হয়।আরো জানা যায় এখানে মা খুবই জাগ্রত বহুদূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের কাছে কামনা বাসনা করেন । মা তাদের মনোবাসনা পূর্ণ করেন।