নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: বুধবার ১৭,এপ্রিল :: কৃষ্ণনগর রাজবাড়ীতে মহা সমারোহে চলছে বাসন্তী পূজো। প্রচার বাদ দিয়ে উপবাস থেকে পূজো নিয়ে মেতেছে রাজমাতা বিজেপি প্রার্থী অমৃতা রায়। প্রচারে বিজেপি প্রার্থীকে না দেখে বিরোধীদের অপপ্রচার তিনি অসুস্থ।
কিন্তু বিরোধীদের তোলা এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। দুই দিন ধরে রাজবাড়ীতে চলছে বাসন্তী পূজো। আজ মহা অষ্টমী। তারপর রাম নবমী। দুদিন আপাতত প্রচার বন্ধ।
পুনরায় কৃষ্ণনগর রাজবাড়ী থেকে রামনবমীর শোভাযাত্রা বের হবে কৃষ্ণনগরে। রাম নবমীর শোভাযাত্রায় দেখা যাবে রাজমাতা বিজেপি প্রার্থী অমৃত রায়কে। প্রচারে গিয়ে অসুস্থতার খবর একেবারে ভিত্তিহীন। যদিও প্রবল দাবদাহে প্রতিনিয়ত প্রচারে বেরিয়ে সামান্য ঠান্ডা গরম লেগেছে তার। আর সেই সুযোগে বিরোধীরা তুলেছে বিজেপি প্রার্থীর নামে অপপ্রচার।
রামনবমীর মিছিল থেকেই আবার জোরদার প্রচার বিজেপি প্রার্থী অমৃতা রায়। বেশ কিছু সংবাদ মাধ্যমে রানীমার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্ব রানীমার শারীরিক পরিস্থিতির খোঁজ নিতে শুরু করেছে।
কিন্তু কৃষ্ণনগর রাজবাড়ীর ঠাকুর দালানে দেখা গেল অন্য চিত্র। সপরিবারে মেতে উঠেছেন বাসন্তী পুজোতে। কিন্তু বিরোধীদের প্রচার, ও ভিড়ের চাপে রানী মা অসুস্থ। রামনবমী থেকেই আবার প্রচারে ঝড় তুলবেন রাজমাতা অর্থাৎ বিজেপি প্রার্থী অমৃতা রায়।