নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: শুক্রবার ১৯,এপ্রিল :: এবার দিঘার সমুদ্রতটে গভীর সমুদ্রের বিরল প্রজাতির ডলফিন উদ্ধার। দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকেরা। মৃত অবস্থায় পাওয়া গেছে। বন কর্মীরা উদ্ধার করেছে।এ যাবৎ যতগুলো ডলফিন উদ্ধার হয়েছে মৃত অথবা জীবিত এই প্রজাতির ডলফিন পাওয়া যায়নি বলে প্রশাসন সূত্রে খবর।
একেবারে গভীর সমুদ্রের নীল জলে বসবাস করে এরা। গায়ের রং নীল লম্বায় সাড়ে পাঁচ ফিট ওজনে ৯৫ কেজি। বিশেষজ্ঞরা এই নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবেন বলে জানা গেছে। কারণ কেবল দীঘার সমুদ্র সৈকতে শুধু নয় নিউ দীঘা থেকে হলদিয়া পর্যন্ত ৭৮ কিলোমিটার উপকূলে যত্রতত্র হামেশাই মৃত অর্ধ মৃত ডলফিন উঠছে।
তা বিগত দু’বছর ধরেই দেখা যাচ্ছে। কেন এই ভাবে মারা যাচ্ছে, কোন ভাইরাসজনিত রোগ ব্যাধি নাকি অন্য কোন কারণ এই নিয়েই পরীক্ষা-নিরীক্ষা চালাবেন বিশেষজ্ঞরা।