রানীগঞ্জের সার্কাস ময়দানে, অস্থায়ী হাট তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল হাটতলার মধ্যে তিনটি সারিতে থাকা প্রায় ৪৫ টির মতন সবজির দোকান।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ২১,এপ্রিল :: রানীগঞ্জের ৯০ নম্বর ওয়ার্ডের চিনকুটি সার্কাস ময়দানে, অস্থায়ী হাট তলায়, রবিবার দুপুর তিনটে নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল হাটতলার মধ্যে তিনটি সারিতে থাকা প্রায় ৪৫ টির মতন সবজির দোকান।

প্রচন্ড রোদের দাপটে, এমনিতেই হাটতলার ওই সকল দোকানগুলিতে, সকলেই যখন দুপুরে খাবার খেতে বাড়ি যায়, সে সময়ই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।, কয়েক মুহূর্তে হাওয়ার দাপটে সেই আগুন ছড়িয়ে পড়ে হাটতলার বিস্তীর্ণ অংশের দোকানপাটে। স্থানীয়রা এই বিষয়টি লক্ষ্য করে, পুলিশ প্রশাসন ও দমকল বিভাগের খবর দিলে, দমকলের একটি ইঞ্জিন ঘটনার স্থলে পৌঁছে, প্রায় আধঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এরপরই আগুনকে সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলার জন্য, দমকলের আরো একটি ইঞ্জিন পৌছয় ঘটনাস্থলে। এখনো ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ চলছে, যুদ্ধকালীন তৎপরতায়। এদিনের এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হওয়া ৪০ থেকে ৪৫ টি দোকান একেবারে ভস্মিভূত হয়ে গেছে।

এই ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফলে এসে পৌঁছন, রানীগঞ্জের বরো দপ্তরের চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা, একইভাবে ওই ঘটনার স্থলে লক্ষ্য করা যায় রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক রুনু দত্তকে। বরো চেয়ারম্যান এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন,

তিনি জানান বিষয়টিকে নিয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঙ্গে কথা বলেছেন, তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নিয়ে, কি করা যায় বা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা যায়, তা নিয়ে তিনি আলোচনা করবেন বলেই জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + eight =