নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: সোমবার ২২,এপ্রিল :: গত তিন বছরে বাংলার রাজনীতিতে সবচেয়ে আলোড়ন তোলা বিষয় নিয়োগ দুর্নীতি মামলা। স্কুলে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী নিয়োগে বহু অনিয়মের অভিযোগ রয়েছে। টেট (প্রাথমিক স্কুল) এবং এসএসসি-র (মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক) দুই ক্ষেত্রেই রয়েছে অভিযোগ।
টেট মামলা আপাতত সুপ্রিম কোর্টে বিচারাধীন। সোমবার এসএসসির চাকরি বাতিলের মামলার রায় ঘোষণা করে কলকাতা হাই কোর্টে। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ বেলা সাড়ে ১০ টায় রায় ঘোষণা করেন। ২৩ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল ।
সমস্ত নিয়োগ বাতিল করা হল । নির্দেশ কলকাতা হাইকোর্টের । অতিরিক্ত প্যানেলে যাঁরা চাকরি পেয়েছেন তাদের চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে হবে । নিট ফল হলো ২০১৬ -র এসএসসি-র নিয়োগ পুরোটাই বাতিল ।