ভারতবর্ষের দশটি রাজ্যের তিন হাজার জনজাতি সম্প্রদায়ের মানুষকে নিয়ে মায়াপুর ইসকনে অনুষ্ঠিত হল অষ্টম বর্ষ ব্যাপি জনজাতি সম্মেলন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মায়াপুর :: বুধবার ২৪,এপ্রিল :: ভারতবর্ষের দশটি রাজ্যের তিন হাজার জনজাতি সম্প্রদায়ের মানুষকে নিয়ে মায়াপুর ইসকনে অনুষ্ঠিত হল অষ্টম বর্ষ ব্যাপি জনজাতি সম্মেলন। এই সম্মেলন চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। বিশ্বের যে সমস্ত জায়গায় এখনো শিক্ষার আলো পৌঁছায়নি তাদের দেখার মত কেউ নেই সমাজের মূল স্রোত থেকে অনেকটাই পিছিয়ে।

সহজ সরল জীবন যাপনে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে সেই সমস্ত মানুষদের মধ্যে শিক্ষা স্বাস্থ্য পরিবেশ এবং তারা যাতে জীবনের আদর্শকে পাথেয় করে এগিয়ে যেতে পারে এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্মকে অবলম্বন করে মূল স্রোতে ফিরে আসতে পারে। সমাজের পিছিয়ে পড়া মানুষ হিসেবে যাতে নিগৃহীত হতে না হয় সমাজে যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে সেই লক্ষ্যে এই জনজাতি সম্মেলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − eight =