নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফারাক্কা :: বুধবার ২৪,এপ্রিল :: দুর্গাপুরে রয়েছেন মুখ্যমন্ত্রী, আর মমতা বন্দ্যোপাধ্যায় শহরে থাকাকালীন তৃণমূল বনাম তৃণমূলের লড়াই। ঘটনাস্থল দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত সগরভাঙা এলাকার একটি বেসরকারি কারখানায়। এবার নিয়োগের দাবিতে কারখানার গেটে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে তুমুল বিক্ষোভ স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের।
অভিযোগ, নেতা মন্ত্রী সব করেও তারা কাজ পায়নি অথচ বহিরাগতরা বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া থেকে এসে দিব্বি কাজ করছে।তৃণমূল কর্মীদের আন্দোলনের চাপে গত মার্চ মাসে ১৫ তারিখ ১০ জনকে কারখানায় নিয়োগ করা হয়েছিল, কিন্তু আজ সকালে কর্তৃপক্ষ মর্নিং শিফট এর কাজে এলে কারখানা কর্তৃপক্ষ আটকে দেয়, ফিরিয়ে দেওয়া হয় তাদের ।
এরপরই উত্তেজিত হয়ে পড়ে আন্দোলনরত তৃণমূল কর্মীরা, একে একে বহিরাগতদের কারখানার গেট থেকে বাইরে বের করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এদের অভিযোগ দলের নেতাদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তারা বলি হচ্ছেন, আর নেতারা আরামে আছেন।
বাঁকুড়ার বড়জোড়ার তৃণমূল বিধায়ক হুমকি দিচ্ছেন দুর্গাপুরের নেতাদের যদি বাঁকুড়ার লোকদের ঢুকতে দেওয়া না তাহলে দুর্গাপুরের লোকদের বাঁকুড়াতে কাজ করতে দেবেন না ।এতে দুর্গাপুরের নেতারা ভয়ে কোনো কথা বলছেন না, আর তারা বঞ্চিত হয়ে বসে রয়েছেন। আর নয় এবার তারা গেট ছাড়বেন না বলে সাফ জানিয়ে দেন।
এরই মধ্যে বিড়ম্বনা এড়াতে তৃণমূল শ্রমিক নেতা রমজন আলী কারখানার গেটে এলে তাকে ঘিরে ধরেও ক্ষোভ প্রকাশ করেন ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। আমি অসহায়,দলের এতে খারাপ হচ্ছে মন্তব্য কারখানার তৃণমূল শ্রমিক নেতা রমজান আলীর। ভোটের আবহে ব্যাপক বিড়ম্বনায় তৃণমূল নেতৃত্ব।