মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের টাকার খিদের জন্য পশ্চিমবঙ্গের এই দুর্দশা – বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ২৪,এপ্রিল :: শিক্ষায় নিয়োগের নিয়ে দুর্নীতি হয়েছে। আর এরজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তিনি আরো বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের টাকার খিদের জন্য পশ্চিমবঙ্গের এই দুর্দশা।

আজ হনুমান জয়ন্তী উপলক্ষে উত্তর হাওড়ায় কমল সংঘ আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এদিন রাত সাড়ে ন’টা নাগাদ উত্তরবঙ্গ থেকে ফিরে সোজা তিনি এই অনুষ্ঠানে যোগ দেন।সালকিয়া বড় মায়ের মন্দির থেকে প্রায় এক কিলোমিটার র‍্যালি করেন। তিনি পায়ে হেঁটে উত্তর হাওড়ার ছাতুবাবুর ঘাট সংলগ্ন রাম সীতা মন্দির পর্যন্ত যান ।

সেখানে গিয়ে মন্দিরে আরতির পরে হনুমান পাঠে অংশ নেন তিনি। এদিন তিনি বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোট পিছিয়ে দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ প্রসঙ্গে তিনি বলেন তিনি পর্যবেক্ষণ নিয়ে কোন কথা বলেন না। অর্ডার নিয়ে বলেন। তবে ওখানে রামনবমীর মিছিলে বোমা ফেলা হয়েছিল, পাথর ছোড়া হয়েছিল এবং গুলি চালানো হয়েছিল। আর মুখ্যমন্ত্রী রাম ভক্তদের দাঙ্গাবাজ বলেছেন এবং রামনবমীর দিনটিকে দাঙ্গার দিন বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =