নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিয়া :: বুধবার ২৪,এপ্রিল :: পূর্ব মেদিনীপুর জেলার শিল্প তালুক হলদিয়া গড়ে উঠেছিল হলদিয়া হিন্দুস্তান ফার্টিলাইজার (এইচএফসি) অল্প দিনের মধ্যেই প্রোডাকশন শুরুর আগেই কারখানাটি বন্ধ হয়ে যায়। এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে।
দীর্ঘদিন এই কারখানা পড়ে থাকে পরবর্তী কালে হলদিয়া বন্দরের জায়গা এই জায়গা হস্তান্তর করার আইনে প্রক্রিয়া শেষ হয়েছে খুব শীঘ্রই এইচএফসি তাদের এই জায়গা হলদিয়া বন্দরকে হ্যান্ডওভার করতে হবে। আর তার আগেই এইচএফসির ভিতরে যন্ত্রনাংশ থেকে বহু বড় বড় গাছ সেগুলো কেটে বিক্রি করে দিয়েছে।
বর্তমানে কারখানার ভিতরে যে মাটি সেই মাটি বিক্রি হচ্ছে বলে অভিযোগ করলেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী। তিনি জানান সরকারি সম্পদ দিন দুপুরে এইচএফসি কর্তৃপক্ষ যারা দায়িত্বে রয়েছেন তারা এগুলির বিক্রি করে দিচ্ছেন !
কারণ খুব শীঘ্রই হলদিয়া বন্দরকে এই জায়গা হস্তান্তর করতে হবে। তার আগেই বড় বড় গাছ থেকে শুরু করে যা যা জিনিস রয়েছে সবগুলোই বিক্রি করার পরিকল্পনা নিয়েছেন হিন্দুস্তান ফার্টিলাইজার( এইচএফসি)।
এইচএফসি জি এম শুভেন্দুশেখর গোস্বামীকে ফোন করা হলে তিনি বললেন মাটি বিক্রি হচ্ছে না ওখানে যে বিল্ডিং গুলি ছিল তার ডেবরিস্ গুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে । তিনি বললেন সমতল করে হ্যান্ডওভার করার কথা, তাই ওর ভিতরে যে বিল্ডিং গুলি ছিল সেইগুলি ভেঙে বিল্ডিংয়ের ডেবরিশ গুলো ওরা নিয়ে যাচ্ছে।
এগুলো বিক্রি করা হয়েছে আকসারা এন্টারপ্রাইজকে । একটি সংস্থাকে মাটি বিক্রির কথা তিনি উড়িয়ে দিলেন। সাধারণ মানুষ দাবি করছেন বললে তিনি বলেন যাদের দাবি করার তারা দাবী করছে কিন্তু কোন মাটি বিক্রি হচ্ছে না ডেবরিশ বিক্রি হচ্ছে।