মোহনবাগানের ডিফেন্সকে ক্ষতবিক্ষত করে ফাইনালে যাওয়ার রাস্তা প্রশস্ত ওড়িশার

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: বুধবার ২৪,এপ্রিল :: আই এস এল এর সেমিফাইনালে মোহনবাগানকে হারিয়ে ফাইনালে যাওয়ার রাস্তা প্রশস্ত করে ফেলল ওড়িশা। যদিও ফিরতি ম্যাচ মোহনবাগানের হাতে রয়েছে এখনো। সেই ম্যাচ ২-১ গোলে জিতলেই তবেই মিলবে ফাইনালে যাওয়ার সুযোগ ।

কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে , মোহনবাগান দল অপরিবর্তিত রেখেছিল। ম্যাচের বয়স যখন মাত্র তিন মিনিট সেই সময় মনবীরের গোলে এগিয়ে যায় মোহনবাগান। অনেক মোহনবাগান সমর্থক ধরেই নিয়েছিলেন ম্যাচটি তারা জিততে চলেছেন। তবে দলটি যে ওড়িশা, চলতি সিজনে ঘরের মাঠে তারা একটিও ম্যাচ হারেননি। প্রাথমিক ধাক্কা খেলেও নিজেদের মেলে ধরলেন ওড়িশা।

আক্রমণের পরিধি বাড়ালেন, মোহনবাগান এর ডিফেন্সকে ক্ষতবিক্ষত করে দিল। একের পর এক কর্নার পেতে থাকে ওড়িশা, ষষ্ঠ কর্নার থেকে কার্লোস সমতা ফেরান। ম্যাচের বয়স যখন ৩৯ মিনিট সে সময় আরো একটি গোল করে ওড়িশা ব্যবধান বাড়িয়ে দেয়।

এরপর অনেক বার আপ্রাণ চেষ্টা করলেও ম্যাচে আর ফিরতে পারেনি মোহনবাগান। ম্যাচের বয়স যখন ৬৭ মিনিট সে সময় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যায় সাদিকু, মোহনবাগান দশজনে হয়ে যায়।

তবে ৭৮ মিনিটে ওড়িশার দেলগাদোও দ্বিতীয় হলুদ কার্ড দেখেন, লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। মোহনবাগান অনেকবার চেষ্টা করলেও আর গোলের মুখ খুলতে পারেনি। পরের ফিরতি ম্যাচটি রয়েছে যুবভারতীতে, ম্যাচটিতে মোহনবাগান সুপার জয়েন্টসকে ২-০ গোলে জিততে হবে ওড়িশার বিরুদ্ধে, সেক্ষেত্রে মিলবে ফাইনালে যাবার সুযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 9 =