প্রচারে বেরিয়ে বিজেপি নেতার বাড়িতেই মধ্যাহ্নভোজন সারলেন তৃণমূলের বিধায়ক।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ২৫,এপ্রিল :: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন। আর লোকসভা নির্বাচনের আবহে সেই বিজেপি নেতার বাড়িতেই মধ্যাহ্নভোজন সারলেন তৃণমূলের বিধায়ক। নেতার স্ত্রীকেও উপহার হিসাবে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা শাড়ি। এমনি সৌজন্যের রাজনীতি দেখা গেল দুর্গাপুর ফরিদপুর ব্লকের জেমুয়া গ্রামে।

বিজেপি নেতা ধর্মদাস গোপ পাণ্ডবেশ্বরে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে মধ্যাহ্নভোজনের আমন্ত্রণ করেন। তারপরেই ওই বিজেপি নেতার বাড়িতে মেঝেতে বসেই মধ্যাহ্নভোজন করলেন। বিধায়ক বলেন,”ধর্মদাস বাবু বিজেপি কর্মী হলেও তিনি বড় মনের পরিচয় দিয়েছেন। এটি দৃষ্টান্ত হয়ে থাকবে। বর্তমানে তিনি বিজেপি কর্মী হলেও অতীতে তৃণমূলের সক্রিয় সংগঠক ছিলেন।”

আর বিজেপি নেতা ধর্মদাস বাবু বলেন,”বিধায়ক তো সবার। এর মধ্যে কোন রং দেখছি না। বিধায়ক যদি খেতে আসে তাহলে তো আর না করা যায় না। আমার প্রতীক চিহ্ন আলাদা ওনার আলাদা।বিধায়ক সবার। বিধায়ক আমাদের বাড়িতে মধ্যাহ্নভোজন করায় আমি আপ্লুত।” তৃণমূলের কর্মীরা কেউ ডাকছে না তাই বিজেপির কর্মীদের বাড়িতে খাওয়ার চেষ্টা করছেন তীব্র কটাক্ষ করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই।

তিনি বলেন বিজেপি কর্মীর বাড়িতে খেয়েছেন খুবই ভালো। কিন্তু শাড়ি উপহার দিতে পারেন না। নির্বাচনের আদর্শ আচার বিধি লংঘন নির্বাচনের আদর্শ আচার বিধি লঙ্ঘন করে ভোট চেয়েছেন। আমরা এই বিষয় নিয়ে অভিযোগও করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =