আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে সামসেরগঞ্জের চাচন্ডতে বিশেষ ইস্তেস্কার নামাজ, সামিল শিশুরাও, মোনাজাতে কান্না মুসল্লিদের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সামসেরগঞ্জ :: শুক্রবার ২৬,এপ্রিল :: তীব্র গরমের দাবদাহে অতিষ্ঠিত সাধারণ মানুষ। টিউবওয়েল গুলোতেও উঠছে না জল। পুকুর নালা সব শুকিয়ে গেছে। জলের হাহাকারে চরম দুর্ভোগে পশুপাখিরাও। মাঠে ফসল রোপন করে বৃষ্টি না হওয়ায় মাথায় হাত পড়েছে চাষীদের।

তাই এবার নিজেদের ভুল ত্রুটি স্বীকার করে মহান আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে বৃষ্টিপাতের জন্য বিশেষ ইস্তেস্কার নামাজ পড়লেন মুসলিমরা। নামাজ শেষে হাত তুলে কান্না বিজড়িত কন্ঠে মোনাজাতেও সামিল হন মুসল্লীরা।

শুক্রবার সকালে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের চাচন্ড কবরস্থান ময়দানে সমবেত হয়ে সকাল সাড়ে ৬ টায় নামাজ পড়েন মুসলিমরা। আশেপাশের বিভিন্ন গ্রামের কয়েক শতাধিক মানুষ সকাল সকাল এসে আল্লাহর কাছে বিশেষ নামাজের মাধ্যমে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। সামিল হন ছোট ছোট শিশুরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 18 =