সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: শনিবার ২৭,এপ্রিল :: প্রচন্ড দাবদাহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। আর তীব্র দাবদাহের মধ্যে গরমে হাঁসফাঁস করছে রাজ্যবাসী। বারে বারে বলা হচ্ছে বেশি করে গাছ লাগান যাতে পরিবেশ ও প্রানীকুল বাঁচতে পারে । আর তাই বরিবেশ রক্ষার্থে এবার কোমর বেঁধে মাঠে নামলেন খোদ ডায়মন্ডহারবার থানার আইসি শুভাশিস ঘোষ ।
শনিবার থানার অন্যান্য অফিসারদের নিয়ে থানা চত্বর সহ আশপাশের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করলেন। আর এই কর্মসূচিতে নিজেই হাতে তুলে নিলেন কোদাল ও জলের বালতি । তাঁর মূলত একটাই উদ্দেশ্য এই তীব্র দাবদাহ থেকে পরিবেশকে বাঁচানো ও মানুষকে বাঁচানো ।
এই বার্তা সামনে রেখে নিজের হাতেই এদিন গাছ লাগান তিনি। যাতে আগামী দিনে আরো মানুষ সচেতন হয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসেন এমনটাই জানান শুভাশিস বাবু।