নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেদিনীপুর :: মঙ্গলবার ৩০,এপ্রিল :: বিপ্লবের পূণ্যভূমি মেদিনীপুরে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো বিপ্লবী বিমল দাশগুপ্তকে। সঙ্গে স্মরণ করা হলো বিপ্লবী সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উদ্যোগে সোমবার স্বাধীনতা সংগ্ৰামের অগ্নিযুগের বীর বিপ্লবী,বেঙ্গল ভলেন্টিয়ার্সের সদস্য তথা মেদিনীপুর শহরের বীর সন্তান বিমল দাশগুপ্তের ১১৫ তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হলো।
