বাগনানে লোকসভা নির্বাচনী এক জনসভায়  কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ফের একবার গর্জে উঠলেন তৃণমূলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: মঙ্গলবার ৩০,এপ্রিল :: হাওড়ার উলুবেড়িয়ার বাগনানে লোকসভা নির্বাচনী এক জনসভায়  কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ফের একবার গর্জে উঠলেন তৃণমূলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন কেন্দ্রীয় সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরন হয়নি। একশ দিনের টাকা বাকি রেখেছে। রাজ্য সরকার তা দিতে শুরু করেছে।

বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রের কাছে নানা  আবেদন করলেও কোনও ফল পাওয়া যায় নি। সেই সমস্যাও আগামী দিনে দূর  করবে রাজ্য সরকার । মানুষের বাড়ি বানিয়ে দেবার কেন্দ্রীয়   দায়িত্ব পূরণ হয়নি । এক্ষেত্রেও  রাজ্য  সরকার বঞ্চিত বলে  তিনি অভিযোগ করেন।

তিনি বলেন হাওড়ার আমতা উদয়নারায়ণপুরে বন্যা হয়। সেই সমস্যা দূর করতে বারংবার কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু সেভাবে সাড়া মেলেনি কেন্দ্রের কাছ থেকে বলে সোমবার বিকেলে এই জনসভা থেকে সোচ্চার হলেন তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + eighteen =