নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: মঙ্গলবার ৩০,এপ্রিল :: সোমবার দুপুরে হাওড়া সদর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় তার মনোনয়নপত্র জেলাশাসকের কাছে জমা দেন। এদিন উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আজাহার মল্লিক মনোনয়নপত্র জমা দেন। আজ দুজন প্রার্থীই দলীয় কর্মীদের নিয়ে মিছিল করে জেলাশাসকের অফিসে আসেন।
এদিন সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে তিনি হাওড়া থেকে লড়ছেন। এখানে প্রকৃত যারা বিজেপি বিরোধী তারা একসঙ্গে লড়াই করছেন। উদ্দেশ্য সংবিধান বাঁচানো এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই চালানো। তিনি ফের বলেন তারা তৃণমূল বা বিজেপি কোন ব্যক্তির বিরুদ্ধে লড়ছেন না, লড়ছেন দলের বিরুদ্ধে।
তিনবারের সাংসদ প্রসূন বন্দোপাধ্যায় হাওড়ার মানুষের জন্য লোকসভায় কোন কথা বলেননি। সংশোধিত নাগরিকত্ব আইনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে লোকসভায় কোন বিতর্কে অংশগ্রহণ করেননি। এখানকার মানুষের সমস্যা লোকসভায় তুলতে ব্যর্থ। তাই মানুষ তাদেরকেই চাইছে