সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বুধবার ১,মে :: যাদবপুর লোকসভা কেন্দ্রে এসইউসিআই প্রার্থী কল্পনা নস্কর দত্ত বুধবার বারুইপুর রেল ময়দান থেকে জনসংযোগ যাত্রা ও ভোট প্রচার শুরু করেন বেশ কিছু এসইউসিআই কর্মীদের নিয়ে। মূলত তিনি এদিন প্রচার করেন বারুইপুর স্টেশন এলাকা থেকে বারুইপুর কাছারি বাজার হয়ে কল্যাণপুর যান ।
আবার সেখান থেকে বারুইপুর সংগ্রাম সংঘ ও রেলগেট হয়ে বারুইপুর মিলন সিনেমা স্টেশন পর্যন্ত প্রচার করেন। পায়ে হেঁটেই তিনি জনসংযোগ ও ভোট প্রচার করেন। তিনি সাংবাদিককে বলেন প্রচারে বেরিয়ে মানুষের ভালো সাড়া পাচ্ছি, মানুষ এই দুর্নীতিগ্রস্ত দলগুলোকে দেখে হতাশা গ্রস্ত হয়ে আছে। মানুষ চাইছে সৎভাবে কোন এক সংগঠনের প্রার্থীকে চাইছে।
আমাদের সংগঠন যথেষ্ট মজবুত। আমাদের পার্টি মানি পাওয়ার, টিভি ,মিডিয়া পাওয়ার এগুলির ব্যাকিং নেই । পূঁজিপতি বা টাকার ব্যাকিং নেই। সাধারণ মানুষের সমর্থন আছে। আমরা এবারে পশ্চিমবাংলা ৪২টি আসনেই প্রার্থী দিয়েছি এবং সারা ভারতবর্ষেই ১৫১ টি আসনে প্রার্থী দিয়েছি। যার মধ্যে আছে ১৯টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে।
সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে ইন্দোরে লোকসভা আসনে যিনি কংগ্রেসের হয়ে প্রার্থী ছিলেন তিনি বিজেপি পার্টিতে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন। এখন সেখানে একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছে এস ইউ সি আই পার্টির্র প্রার্থী। ওইখানে এসইউসিআই প্রার্থী অজিত সিং কে প্রার্থী পদ প্রত্যাহারের জন্য চাপ তৈরি করছে । কিন্তু অজিত সিং কোন ভাবেই প্রার্থী পথ প্রত্যাহার করেননি । এটাই এসইউসিআই পার্টি।