সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২,মে :: উত্তর বঙ্গের অন্যতম শহর হলো শিলিগুড়ি, পাহাড়ের কোল ঘেঁষে যাওয়া এই শহর। পাহাড়ের একেবারে সামনে হলেও তাপমাত্রার পারদ ক্রমশ বাড়ছে। শহর শিলিগুড়িতে বিগত ১০ থেকে ১২ বছর পূর্বে এত গরম পড়তো না। আর গরম পড়লেও সেই গরম দীর্ঘায়িত হতো না দ্রুত বৃষ্টিপাত হয়ে যেত।
কিন্তু এখন , রোদের মধ্যে দাঁড়িয়ে কাজকর্ম করতে অসুবিধা হচ্ছিল। অত্যাধিক গরম ও রোদের কারণে রাস্তাঘাট বাজার ফাঁকা ফাঁকা।
কেন এত গরম পড়ছে ? আগে তো এরকম গরম পড়ত না। এই বিষয়ে একজন ব্যবসায়ী অরূপ সরকার জানিয়েছেন, শিলিগুড়িতে ১০ থেকে ১২ বছর আগে এত গরম পড়ত না। আর গরম পরলেও সেই গরম দীর্ঘক্ষণ থাকত না। বৃষ্টি হওয়ার কারণে গরম কেটে যেত। কিন্তু যথেষ্ট পরিমাণে গাছ কাটার ফলে এবং বড় বড় বিল্ডিং হওয়ার কারণে সেরকম পরিস্থিতি আর এখন হয় না। গরমের প্রকোপ তাই বেড়ে গিয়েছে, সঙ্গে রয়েছে পরিবেশ দূষণ।