দিলীপ ঘোষের রোড শো ঘিরে অশান্তির অভিযোগ ।অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ২,মে :: দিলীপ ঘোষের রোড শো ঘিরে অশান্তির অভিযোগ ।অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। তবে অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের। জানা গেছে বুধবার সন্ধ্যা নাগাদ শহর বর্ধমানের আলমগঞ্জ ব্রিজ থেকে বিবেকানন্দ কলেজ মোড় পর্যন্ত একটি রোড শো এর আয়োজন করা হয় বিজেপির তরফে, ।

বর্ধমান-দুর্গাপুর লোকসভার প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে। আর সেই রোড শোকে কেন্দ্র করেই তুমুল অশান্তির অভিযোগ। বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি প্রদীপ মন্ডলের অভিযোগ, আইনগতভাবে বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থীর দিলীপ ঘোষের সমর্থনে রোড শো ছিল। পুলিশ প্রশাসনের পারমিশনও নিয়েছিলাম আমরা।

পুলিশি পারমিশন থাকা সত্ত্বেও হামলা করা হয়। বিজেপি কর্মী অনিল তেওয়ারির পতাকা বাঁধার কাজ করছিলেন, ঠিক সেই সময় তৃণমূল সমর্থকেরা হামলা চালায়। মারধর করে আমাদের কর্মীদের।

পাশাপাশি বিজেপি কর্মী অনিল তিওয়ারির অভিযোগ, “আমরা পতাকা বাধছিলাম দিলীপ ঘোষের রোড শোকে কেন্দ্র করে, ঠিক সেই সময় ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের লোকেরা এসে আমাদের উপর হামলা চালায়। আমাদের দুজনকে মারধরও করে”।

ঘটনা প্রসঙ্গে ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জি বলেন, যে ঘটনার কথায় বিজেপি কর্মীরা বলছে সেই রকম ঘটনার কথা আমাদের জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 8 =