রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করে প্রতিক্রিয়া দিলেন নদীয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ছাত্র ঋদ্ধি মল্লিক – সে ডাক্তার হতে চায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: বৃহস্পতিবার ২,মে :: ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, এবারের মাধ্যমিক পরীক্ষায় ৬৮৬ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করে প্রতিক্রিয়া দিলেন নদীয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ছাত্র ঋদ্ধি মল্লিক। সেই সঙ্গে পরিবার এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি।

ঋদ্ধি মল্লিক নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার নুড়িপাড়া এলাকার বাসিন্দা। ঋদ্ধি মল্লিক জানান তিনি দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা পড়াশোনা করতেন। পাশাপাশি গেম খেলা এবং ছবি আঁকা তিনি পছন্দ করেন। আগামী দিনে মেডিকেল নিয়ে পড়াশোনা করে ডাক্তার হতে চান তিনি।

অন্যদিকে ঋদ্ধি মল্লিক এর মাধ্যমিকের এই সাফল্যের খবর পেয়ে শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষজন শুভেচ্ছা জানাতে শুরু করেছে। ঋদ্ধি মল্লিকের মা এবং বাবা দুজনেই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক।

এ বিষয়ে ঋদ্ধি মল্লিকের বাবা রামচন্দ্র মল্লিক বলেন, আমি স্কুলে শিক্ষকতা করার পাশাপাশি যতোটুকু সময় পেতাম ততটুকুই ওকে গাইড করার চেষ্টা করতাম। ওর প্রাইভেট নিয়ে যাওয়া নিয়ে আসা আমি নিজেই করতাম। ওর মাও ওকে সব সময় গাইড করতো যাতে পড়াশোনা করে। ঋদ্ধির এই সাফল্যে আমরা অনেক উচ্ছ্বাসিত এবং খুশি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + five =