মাধ্যমিকে সেরা দশের তালিকায় সাত কৃতি ছাত্র ছাত্রী জায়গা করে নিল শুধুমাত্র দক্ষিন দিনাজপুর জেলারই।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: শুক্রবার ৩,মে :: মাধ্যমিকে সেরা দশের তালিকায় সাত কৃতি ছাত্র ছাত্রী জায়গা করে নিল শুধুমাত্র দক্ষিন দিনাজপুর জেলারই। যাকে ঘিরেই রীতিমতো উৎসাহ উন্মাদনা এখন জেলা জুড়ে। রাজ্যে যা নজিরবিহীন বলেই মনে করছে অনেকে। সাত ওই কৃতির তালিকায় রয়েছে বালুরঘাট হাইস্কুলেরই চার ছাত্র।

এছাড়া দুই কৃতি ছাত্রী রয়েছে বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের এবং একজন ছাত্রী রয়েছে বাউল পরমেশ্বর হাইস্কুলের। জানা গেছে বালুরঘাট হাইস্কুলের ছাত্র উদয়ন প্রসাদ। যার প্রাপ্ত নম্বর ৬৯১, রাজ্যের চুড়ান্ত তালিকায় উদয়ন তৃতীয় স্থান অধিকার করেছে। ৬৮৮ পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র কৃশানু সাহা।অন্যদিকে রাজ্যে সপ্তম স্থানাধিকারীদের মধ্যে রয়েছে বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী আবৃত্তি ঘটক। যার প্রাপ্ত নম্বর ৬৮৭।

একই নম্বর পেয়ে বালুরঘাট বালিকা বিদ্যালয়ের অপর কৃতি ছাত্রী অর্পিতা ঘোষও সপ্তম স্থান অধিকার করেছে। ৬৮৭ পেয়ে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র শাস্বত দে সপ্তম স্থান অধিকার করেছে। ৬৮৫ নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান অধিকার করেছে বাউল পরমেশ্বর হাইস্কুলের ছাত্রী অস্মিতা চক্রবর্তী। ৬৮৫ পেয়ে নবম স্থান অর্জন করেছে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র রনক ঘোষও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 1 =