নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শনিবার ৪,মে :: মাথাভাঙ্গা ২ নং ব্লকের আটপুকুরি এলাকায় একটি বাইসন নজরে আসে স্থানীয়দের।আর তারপরই আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা পাশাপাশি বাইসন দেখতে ভিড়ও জমে যায় এলাকায়।
এরপর বনদপ্তরে খবর দেওয়া হলে বনদপ্তরের কর্মীরা এসে ঘুমপাড়ানি গুলিতে বাইসন টিকে কাবু করে ডাউয়াগুড়ি এলাকা থেকে উদ্ধার করে। বনদপ্তরের পক্ষ থেকে জানা গেছে এদিন আটপুকুরি এলিকায় বাইসন টি নজরে আসে পরে ডাউয়াগুড়ি এলাকা থেকে বাইসনটিকে উদ্ধার করা হয় এবং তারপর পাতলা খাওয়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে ।