সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: কালিম্পং :: রবিবার ৫,মে :: কালিম্পং এর লাভা , পর্যটকদের গন্তব্যস্থল হয়ে উঠেছে। সমতলে এখান পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা পারদ, কোথাও আবার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাপিয়ে যাচ্ছে। দিনের বেলায় তো বটেই রাতেও গরমে নাজেহাল হতে হচ্ছে। ঠান্ডা পানীয় , আইসক্রিম যেখানে নিত্য সঙ্গী হয়ে উঠেছে। এক পশলা বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মতো অপেক্ষা করছেন সকলে।
এপ্রিল মাসের থেকেই গোটা রাজ্য জুড়ে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। দক্ষিণবঙ্গ তো বটেই উত্তরবঙ্গ বেড়েছে তাপমাত্রা। তবে কালিম্পং এর লাভাতে তাপমাত্রা এখনো ২২ ডিগ্রিতে আটকে রয়েছে। সেই কারণেই পর্যটকদের গন্তব্য স্থল হয়ে উঠেছে লাভা। দিন দুয়েক গরমের হাত থেকে নিষ্কৃতি পেতে অনেকেই পাড়ি দিচ্ছেন লাভাতে।
মনোরম আবহাওয়া তার উপর অপূর্ব প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের মনে এনে দিচ্ছে অনাবিল শান্তি। লাভা ক্রমে ক্রমে পর্যটকদের কাছে মনের মত জায়গা হয়ে উঠেছে। ডুয়ার্স থেকে এখানকার দূরত্ব খুব একটা বেশি নয়। ডুয়ার্স থেকে লাভার দূরত্ব ৫৬ কিলোমিটার। ডুয়ার্স থেকে লাভা যাওয়ার প্রচুর গাড়ি পাওয়া যায়। লাভা যাওয়ার পথ অপরূপ সুন্দর, গাড়ির ভেতর থেকে বাইরের উপরে প্রাকৃতিক দৃশ্য দেখতে মুগ্ধ হতে হবে।
সমতলের থেকে আকাশ পাতাল ফারাক রয়েছে তাপমাত্রার। যেখানে সমতল এলাকাগুলিতে গরমের কারণে টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। সেখানে লাভা পর্যটকদের কাছে থাকবার আরামদায়ক জায়গা হিসেবে পরিণত হচ্ছে। তাপমাত্রার পারদের বাড়বাড়ন্ত নেই, নেই সূর্যের গনগনে আগুনের মতো তাপ।