নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ৫,মে :: বিজেপি বস্তি উন্নয়ন সেল কমিটির পক্ষ থেকে বর্ধমান শহরের ৯ নম্বর ওয়ার্ডে কোড়াপাড়া বাঙালি বস্তি এলাকায় বাড়ি বাড়ি প্রচারে অংশগ্রহণ করেন বস্তি উন্নয়ন কমিটির সদস্যরা। তারা প্রচার করতে গিয়ে দেখেন ৯নম্বর ওয়ার্ড কোড়াপাড়া বাঙালি বস্তি এলাকায় বহু মানুষের বসবাস রয়েছে কিন্তু শৌচালয়ের ব্যবস্থা নেই ।
যদিও শৌচালয় থাকলেও একেবারে অকেজ হয়ে পড়েছে। তৃণমূলের নেতারা তোলাবাজি করতেই ব্যস্ত এলাকায় কোন উন্নয়নের কাজ করেনা। এইরকমই মন্তব্য করলেন বিজেপি বস্তি উন্নয়ন কমিটির সদস্যরা তারা আশাবাদী এখান থেকে বিপুল ভোটে জয়যুক্ত হবেন এবারে লোকসভা নির্বাচনে।
পাশাপাশি সিপিআইএম এবং কংগ্রেসের যৌথ উদ্যোগে প্রচার সভার আয়োজন করা হয় এবং সেই প্রচার সভা থেকে বক্তব্যের মাধ্যমে তুলে ধরা হয় তৃণমূলের দুর্নীতির কথা এবং সামনেতেই বসে থাকেন তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত এবং ওনার সামনেতেই বক্তব্য রাখেন সিপিআইএমের কমরেড দেবদুলাল বাবু ।
বক্তব্য রাখতে গিয়ে বলেন শিক্ষার দুর্নীতি নানান কাটমানি তোলাবাজি চলছে । ঠিক সামনের সারিতেই বসে ছিলেন তৃণমূল কার্যালয়ের সামনে উত্তম সেনগুপ্ত তার পাশাপাশি একই জায়গায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাড়ি বাড়ি প্রচার করা হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক খতিয়ান মানুষের হাতে তুলে দেয়া হয়।