নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাঁইথিয়া :: মঙ্গলবার ৭,মে :: জুমলাবাজ বিজেপি হটাও, দেশ বাঁচাও। এরা দেশ বিক্রি করে দেবে। এরা সব বিক্রি করে। ধর্ম বিক্রি করে। এরা বড়ো জুমলাবাজ। এরা এন আর সি করতে চায়। সি এ এ চালু করতে চায়। আমি জীবন দিয়েও রুখবো এন আর সি, ক্যা, ইউনিফর্ম সিভিল কোড। এভাবেই সাঁইথিয়া মেলার মাঠ প্রাঙ্গণে সভা থেকেই মোদী হঠাও এর ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের সভা মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায় চৌধুরী, ডেপুটি স্পীকার আশীষ বন্দ্যোপাধ্যায়, দেবাশীষ সাহা, সাবের আলি সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের সভা মঞ্চ থেকে যেমন উন্নয়নের ফিরিস্তি শুনিয়েছেন, তেমনি বিভিন্ন ইস্যুতে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি। তিনি বলেন, লাভপুর ফুল্লরা, কঙ্কালী তলা, জয়দেব কেন্দুলি, নন্দকেশ্বরী, তারাপীঠ, পাথরচাপুড়ি মিলে একটা ট্যুরিজিম প্যাকেজ করা হবে।
মনে রাখবেন, আমরা কর্মশ্রী প্রকল্প চালু করেছি। তাতে পঞ্চাশ থেকে ষাট দিন মানুষ জবকার্ডের মাধ্যমে কাজ পাবেন। সেই টাকা কেন্দ্রের নয়, আমরা দেব। বাজেটে তা পাশ হয়ে গেছে। পাশাপাশি, এদিন মুখ্যমন্ত্রী কেন্দ্রের দিকে অভিযোগের তীর ছুঁড়ে বলেন, বাংলার উনচল্লিশ লক্ষ মানুষের একশো দিনের টাকা আঁটকে দিল কেন্দ্র। কিন্তু আমি সেই টাকা দিলাম। কেন্দ্র এক পয়সা দেয় নি। তেতাল্লিশ লক্ষ আবাসের টাকাও আঁটকে দিয়েছে। সেটাও আমরা দিয়ে দেব।
বাংলার টাকা চুরি করে ওরা কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিচ্ছে। আমি বলি, এবার ভোটে এই বঞ্চনার জবাব দিন। আপনারা জানবেন, দেউচা পাঁচামি কয়লা প্রকল্পের কাজ এগিয়েছে। পঁয়ত্রিশ হাজার কোটি টাকার প্রকল্প। আমাদের নিজস্ব জমি ছিল। পাশাপাশি, এক হাজার চারশো জন জমি দাতাদের আমরা চাকরি দিয়েছি। ওই এলাকায় একটি সাব স্টেশন হবে। আমাদের যে বিদ্যুৎ উৎপাদন হবে। নিজেদের বিদ্যুতের দাম কমিয়ে, বাকিটা বিক্রি করা হবে।