নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেদিনীপুর :: মঙ্গলবার ৭,মে :: সোমবার মনোনয়ন জমার শেষ দিনে বর্ণাঢ্য ও সুসজ্জিত মিছিল পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক দপ্তরে মনোনয়ন জমা দিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া।
মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে এদিন কর্ণগড় মহামায়া মন্দির, বটতলা কালী মন্দির,মেদিনীপুর জগন্নাথ মন্দির, পাটনা বাজার বুড়ো শিব মন্দির, নির্মল হৃদয় আশ্রম চার্চ সহ বিভিন্ন ধর্মীয়স্থলে প্রার্থনা করেন জুন মালিয়া। পাশাপাশি মাল্যদান করেন মেদিনীপুরের প্রয়াত বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতির আবক্ষ মূর্তিতে।
পরে দুপুরে মনোনয়ন জমা দেওয়ার আগে মেদিনীপুর কলেজ-কলেজিয়েট ময়দানে জড়ো হন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক।শুধু শহর নয় শহরে আশেপাশের এলাকা থেকেও এসেছিলেন কর্মী সমর্থকরা।কলেজ মাঠে সংক্ষিপ্ত সভার পর ধামসা,মাদল,কলসী মাথায় নৃত্য,মুখোশ নৃত্য,ছৌনৃত্য সহ অন্যান্য সাজ সজ্জাকে সঙ্গে করে কয়েক হাজার কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে মনোনয়ন জমা দিতে যান তৃণমূল প্রার্থী জুন মালিয়া।
জেলাশাসক দপ্তরে ঢোকার মুখে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করেন জুন মালিয়া। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্য