নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ৮,মে :: বাঙালির কাছে তিনি রবি ঠাকুর। রবীন্দ্রনাথের ১৬৪ তম জন্মদিন। কবিগুরুর বাড়ি জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন সহ রাজ্যের নানা প্রান্তে পালিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। কবি গুরুকে শ্রদ্ধা জানাতেই সকাল থেকে তার অবয়বে মাল্যদান করছেন সকলের বিশিষ্ট জনেরা।
সকাল থেকেই শুরু হয়েছে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কথায় গানে কবিতাই চলছে রবিস্মরণ। সাধারণের পাশাপাশি কোন রাজনৈতিক ব্যক্তিরাও কবিগুরু কে প্রণাম জানাতে এসেছিলেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে।। এসেছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা আমাদের কখনোই কমবে না।
সে কারণেই বাংলার মাটি বাংলার জল জাতীয় সংগীত হিসেবে নববর্ষের দিন বাংলা দিবস হিসেবে পালন করা হয়েছিল। আজও রাজ্য সরকারের তরফ থেকে ক্যাথিড্রোলের কাছে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।বিমান বসু তাপস রায় সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরাও আসেন।