কোটালে আর তার তার জেরে জলোচ্ছ্বাসে নদী বাঁধে ধস , আতঙ্কে গ্রামবাসীরা

সুদেষ্ণা  মণ্ডল  :: সংবাদ প্রবাহ :: সাগর :: বৃহস্পতিবার ৯,মে :: অমাবস্যার কোটাল আর পূবালী ঝড়ো হাওয়ার জেরে সাগরের নদী বাঁধে ধস । আর এই নদী বাঁধে ধসের কারণে আতংকের মধ্যে দিন কাটাচ্ছে গ্রামবাসীরা।

স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার গভীর রাতে গঙ্গাসাগর দ্বীপের মুড়িগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চক ফুলডুবি গ্রামে হুগলি নদীর তীরে প্রায় ৯০০মিটার মাটির নদী বাঁধের মধ্যে ৪০০ মিটার নদী বাঁধে হঠাৎ করে ধ্বস নেয়।

নদী বাঁধে ধ্বসের কারণে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে গ্রামবাসীরা। নদী বাঁধের ধসের খবর পেয়ে ঘটনাস্থানের পৌঁছায় সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল সামির শাহ এবং মুড়িগঙ্গা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মন্ডল। স্থানীয় গ্রামবাসীরা জানায়, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই নদী বাঁধ বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো রকম সূরা হয়নি কালবৈশাখী ঝড় এবং অমাবস্যার কোটালের জেরে নদী নদী বাঁধে ধ্বস নিয়েছে।

যদি না এই নদী বাঁধ আগামী বর্ষার আগে মেরামতি না করা যায় তাহলে বর্ষার সময় নদীর জলোচ্ছ্বাস ও টানা বৃষ্টির জেরে নদী বাঁধ ভেঙে গিয়ে এলাকার প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =