নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১০,মে :: শিলিগুড়ি সংলগ্ন ফাঁসি দেওয়াতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। বিএসএফের গুলিতে প্রাণ হারালো দুইজন বাংলাদেশী গরু পাচারকারী।
ভারত বাংলাদেশ সীমান্তের মানন গজ এলাকায় বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই বাংলাদেশি গরু পাচারকারীর। প্রসঙ্গত এ বিষয়ে জানা গেছে, গরু পাচার করবার জন্য এই দুই জন বাংলাদেশী কাঁটাতারের বেড়া টপকে ভারতে প্রবেশ করার চেষ্টা করে, গোটা ঘটনাটি বিএসএফের নজরে আসে।
বিএসএফ গুলি চালায় , আর সেই গুলিতে, প্রাণ যায় দুই বাংলাদেশী গরু পাচারকারীর। ঘটনা ঘিরে ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয়েছে।

