বৈশাখ মাসে গরমের মধ্যে পানীয় জল মিলছে না। এলাকার বাসিন্দারা জল না পেলে বৃহত্তর আন্দোলন হবে বলে জানিয়েছে বিজেপি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: রবিবার ১২,মে :: বৈশাখ মাসে গরমের মধ্যে পানীয় জল মিলছে না। এলাকার বাসিন্দারা জল না পেলে বৃহত্তর আন্দোলন হবে বলে জানিয়েছে বিজেপি। ঘাটাল ব্লকের অন্তর্গত মনসুকা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বরকতিপুর গ্রামে কয়েকটি পরিবার মাস তিনেক পানীয় জল থেকে বঞ্চিত।

অভিযোগ ওই পরিবারগুলি বিজেপির সমর্থক হওয়ায় ইচ্ছাকৃতভাবে ওই এলাকায় জল দেওয়া হচ্ছে না।
স্থানীয় পঞ্চায়েত কে জানিয়েও মেলেনি সুরাহা। ৪৫ ডিগ্রি তাপমাত্রায় তাপপ্রবাহের মধ্যেও ওই এলাকায় জল মেলেনি এবং এই অবস্থা চলছে প্রায় তিন মাস বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। দূর থেকে পানীয় জল নিয়ে আসতে হচ্ছে মহিলাদের।

খবর পেয়ে এলাকায় যান ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট। তিনি বলেন মোদিজীর পিএইচই প্রকল্প থেকে এই এলাকায় জল দেয়া হয়। যেহেতু এই পরিবার গুলি ভারতীয় জনতা পার্টির সমর্থক তাই শাসকদল ইচ্ছাকৃত ভাবে জল দিচ্ছে না।। হাতে না মেরে ভাতে মারার চেষ্টা চলছে বলে বিধায়কের অভিযোগ।
তিনি বলেন বিষয়টি বি ডিও কে বলেছি। তিন দিনের মধ্যে জল না এলে আমরা বৃহত্তর আন্দোলন করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + nineteen =