নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: মঙ্গলবার ১৪,মে :: অন্যদের মতো এলাকায় ঘুরে নয়। নিজের রাজনৈতিক ভবিষ্যত ঠিক হওয়ার পরীক্ষায় একেবারে ব্যতিক্রমী ভূমিকায় আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। সোমবার ভোটের দিন সকাল থেকে আসানসোলের সেনরেল রোডের একটি হোটেলে কন্ট্রোল রুম খুলে নজরদারি চালাচ্ছেন বিজেপি প্রার্থী।
কন্ট্রোল রুমে অভিযোগে এলেই, তা জানানো হচ্ছে নির্দিষ্ট জায়গায়। কর্মীদের কোন সমস্যা হলে, তা নেতাদেরকে বলে সমাধান করার নির্দেশ দিচ্ছেন। বিজেপি প্রার্থীর এই কন্ট্রোল রুমে অত্যাধুনিক সব ব্যবস্থা সহ রয়েছেন ৩০ জন কর্মী। সঙ্গে রয়েছেন নিজের ইলেকশন এজেন্টও।
কেন এই পরিকল্পনা? এই প্রসঙ্গে সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেন, আমি সাধারণতঃ ভোটের দিন বুথে বুথে ঘুরিনা। কন্ট্রোল রুমে বসে সব কিছুতে নজরদারি ও পরিচালনা করি। কারণ হলো, আমার কেন্দ্রে ১৯০০ বুথ। সব জায়গায় যাওয়া সম্ভব নয়। সব জায়গায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে যাওয়ার মতো লজিস্টিক সাপোর্ট নেই। আমি বেরোলেই সংবাদ মাধ্যম আমাকে লাইভ দেখাবে।
কোন আইসোলেটেড এলাকায় বুথে যে কর্মীরা, তারা ভাববে, আমি সেখানে গেলাম না। একটা খারাপ ধারণা হবে। তাই আমি এখান থেকে বসে সবার সঙ্গে কথা বলছি। ভোর পাঁচটা থেকে সব এজেন্টের সঙ্গে কথা বলা হয়েছে। পরে বেরোবেন? তার উত্তরে বিজেপি প্রার্থী বলেন, বড় কোন কিছু হলে অবশ্যই বেরোবো। তাহলে এখনো পর্যন্ত বড় কোন ঘটনা ঘটেনি?