আশাকর্মী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ ঘাটালের সাংসদ এর প্রতিনিধি রামপদ মান্নার বিরুদ্ধে,।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল   :: মঙ্গলবার ১৪,মে :: আশাকর্মী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ ঘাটালের সংসদ প্রতিনিধি রামপদ মান্নার বিরুদ্ধে,। ইমেইল মারফত জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করল প্রতারিত ব্যক্তি।

অভিযোগকারী কে চেনেন না দাবি অভিযুক্ত রাম পদ মান্নার। দোষ করলে শাস্তি পাবে, সাফ জানিয়ে দিলেন ঘাটলের তৃণমূল প্রার্থী দেব। কটাক্ষের সুর হিরনের গলায়। লোকসভা ভোটের কয়েকদিন আগে এই ঘটনায় চাঞ্চল্য রাজনৈতিক মহলে।

মেয়ের আশা কর্মীর চাকরির জন্য ঘাটালের বিদায়ী সাংসদ দেবের প্রতিনিধি রাম পদ মান্নাকে এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ এক ব্যক্তির। তিনি চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টেলিবাজার এলাকার বাসিন্দা। নাম গনেশ সাঁতরা।

চন্দ্রকোনা টাউন থানায় লিখিত অভিযোগ জানাতে গেলেও পুলিশ সেই অভিযোগ গ্রহণ করেনি বলে দাবি ওই ব্যক্তির। তিনি ইমেইল মারফত জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন।

অভিযোগকারীর দাবি, ২০২২ সালের এপ্রিল মাসে আশা কর্মীর চাকরির জন্য আনুমানিক এক লক্ষ আশি হাজার টাকা এজেন্ট মারফত রামপদ মান্না নেয় । কিন্তু চাকরি হয় নি চাকরিপ্রার্থীর। টাকাটাও ফেরত পায় নি ওই পরিবার।

শুক্রবার চন্দ্রকোনা টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যায় প্রতারিতের পরিবার। পুলিশ অভিযোগ গ্রহন না করায় ইমেইল মারফত জেলা পুলিশের কাছে অভিযোগ জানান ওই ব্যক্তি। গোটা ঘটনা নিয়ে সরব হয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায়। যদিও অভিযুক্ত রাম পদ মান্নার দাবি, অভিযোগকারীকে তিনি চেনেন না।

অন্যদিকে এ নিয়ে দেবের বক্তব্য, অভিযোগ হলে তদন্ত হবে, যে দোষী তাকে শাস্তি পেতে হবে। ভোটের মুখে এমন ঘটনায় রীতিমতো অসস্তিতে শাসক দল। আর এই অভিযোগকে হাতিয়ার করেই জোর কদমে আসরে নেমে পড়েছে গেরুয়া শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 13 =